তমলুকে ভয়াবহ ডাকাতি সোনার দোকানে, উত্তর প্রদেশ থেকে ধরা পড়ল ২ ডাকাত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সোনার দোকানে ডাকাতির ঘটনায় তিন মাসের মধ্যে বড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুরের পুলিশ। তমলুকে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হল উত্তর প্রদেশ থেকে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও সোনা উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর সকাল ১০টা নাগাদ মিলননগর বাজারের ওই সোনার দোকানে হানা দেয় একদল সশস্ত্র দুষ্কৃতী। দোকানের কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে, হাত-মুখ বেঁধে সর্বস্ব লুঠ করে চম্পট দেয় তারা। জনবহুল এলাকায় সকালবেলার এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। ঘটনার চার দিনের মাথায় পুলিশ দু’জনকে গ্রেফতার করতে পারলেও মূল পান্ডারা ছিল অধরা। ​তদন্তে নেমে জেলা পুলিশ ওই এলাকার প্রায় ১৭১টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে পরীক্ষা করে। সূত্র ধরে ভিন রাজ্যে পাড়ি দেয় তমলুক থানার পুলিশের একটি বিশেষ দল। উত্তর প্রদেশ থেকে ২ জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং লুঠ হওয়া সোনার একাংশ উদ্ধার করা হয়।

তমলুকে এক সাংবাদিক বৈঠকে ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিতুন দে জানান, উত্তরপ্রদেশের আগ্রা ও গাজিয়াবাদ থেকে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, ১০টি কার্তুজ এবং প্রায় ১৬০ গ্রাম সোনা উদ্ধার হয়।​জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরোও জানান, “দীর্ঘ তিন মাস ধরে তদন্ত চালানোর পর আমরা মূল অভিযুক্তদের হদিস পাই। পুলিশ সূত্রে খবর, এই ডাকাত দলটি পেশাদার এবং আন্তঃরাজ্য অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *