তাজ্জব এক ঘটনা ধুপগুড়িতে, পশু চিকিৎসককে দাদা বলে সম্বোধন করায় চিকিৎসা বন্ধ করে দিলেন ওই চিকিৎসক উল্টে ছবি তুললেন সাংবাদিকের
নিজস্ব সংবাদদাতা : অপরাধ একটাই দাদা বলে সম্বোধন করা, তারি জোরে বন্ধ হয়ে গেল চিকিৎসা। ধুপগুড়ি নিউমার্কেটের এক চিকিৎসক সুজয় চৌধুরী, তারই চেম্বারে এসেছিলেন কুকুর নিয়ে এক ব্যক্তি। ব্যক্তি বললে ভুল হবে এক ভাই এবং এক বোন। তারা ভুল করে ওই চিকিৎসককে দাদা বলে ডাকেন, এরপরই শুরু হয়ে যায় তুমুল গন্ডগোল। ধুপগুড়ির ওই চিকিৎসক জানান আমি একজন ডাক্তার, পশুর ডাক্তার হলেও কেন আমাকে আমার চেম্বারে দাদা বলে ডাকবে। ওদের ক্ষমা চেতে হবে আমার কাছে। তবে আমি চিকিৎসা শুরু করব। এমনটাই জানালেন ওই চিকিৎসক। উপস্থিত ছিলেন ওই চেম্বারে আসা অন্যান্য ব্যক্তি রাও। তারা জানালেন ওই চিকিৎসক এর ব্যবহার একেবারেই ভালো না। আজকে তাকে দাদা বলে ডাকায় এই চরম বিপত্তি। পরে সাংবাদিক আসলে তার সাথেও খারাপ ব্যবহার করেন ওই চিকিৎসক। ওই সাংবাদিকের ছবি তুলে রাখতে চেষ্টাও করেন। পরে অবশ্য ভয় পেয়ে চেম্বার ছেড়ে বাইরে চলে যান।
