” তিলোত্তমা তে বিচার পাবেই তিলোত্তমা ” এমনটাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : যতদিন পর্যন্ত দোষীরা শাস্তি না পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।এদিন তিনি জানান সবার প্রথমে আমরা যে সমাজকে নিজের বলে ভাবি এই সমাজকে নিজের বলেই ভাবতে হবে। তবেই আমাদের সমাজে বুদ্ধি করন হবে। আমরা সবাই এই ঘৃণ্য ঘটনায় মর্মাহত। এই ঘটনার জন্য আমরা নিজেদের কাছে ছোট হয়ে গেছি। কিভাবে এই ঘটনা মানুষের বেশি তো হৃদয়কে নাজেহাল করল এটাই সবচাইতে বড় কথা। তৃণমূল কংগ্রেস ততদিনে প্রতিবাদ চালিয়ে যাবে যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে। আমাদের দাবি যে বা যারা আছে এই জঘন্যতম ঘটনার পিছনে তাদের শাস্তি দেওয়া হোক। আমরা শুধু দাবি করব তাদের মুখ সবার সামনে এনে দাও। আজকে মহিলারা যখন সমাজে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে তখন এই ঘটনা আমাদের অনেকটাই পিছিয়ে দিল বলেও জানান জেলা সভাপতি।

তিনি আরো বলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ সভা ততদিনে চলবে যতদিন না পর্যন্ত অপরাধীরা কাঠ গড়াতে দাঁড়াচ্ছে। একজন ডাক্তারের জীবন এইভাবে বিপন্ন হয়ে যাবে এবং এখনই যদি এর পিছনে লেগে থেকে অপরাধীদের বের না করা যায় তবে ভবিষ্যতে আরো তিলোত্তমা আমাদের মধ্য থেকে হারিয়ে যাবে। যার স্বপ্ন ছিল একজন ডাক্তার হওয়া এবং চিকিৎসা করা, শুধু চিকিৎসাই করা নয় সেবা করা সেই কাজ বন্ধ করে তাকে চিরতরে চলে যেতে হল। এই ঘৃণ্য কাজের পিছনে কতজন আছে বা তারা নারী না পুরুষ সেটা আগে বের করা হোক। তারপরে তার বিচার হোক।আমাদের বাংলা কত বড় বড় মুনি ঋষিদের নিয়ে এগিয়েছে, তাদের আশীর্বাদে এগিয়েছি আমরা অথচ সেই বাংলা আজ কালিমা লিপ্ত, শাস্তি চাই, বাংলাকে কলঙ্কমুক্ত করতে হবে আমাদের। জেলা সভাপতি সাথে এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা সভাপতি এবং ওয়ার্ড টাউন টু এবং টাউন থ্রি এর মুখ্য সচেতন এবং তৃণমূল কংগ্রেসের এম এম এ সি এবং সদস্য এবং সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *