তীব্র জলসংকট শিলিগুড়িতে, চরম নাজেহাল শহরের সাধারণ মানুষজন
শিলিগুড়ি : তীব্র জলসংকট শিলিগুড়িতে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছিল মেরামতির জন্য বন্ধ থাকবে জল। শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে এদিন সকাল থেকেই দেখা গেল শিলিগুড়ির মানুষকে জলের জারিকেন নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে। শুধুমাত্র এদিনের জন্য জল মিললেও ফের কবে থেকে আবার নিয়মিত জল সরবরাহ চালু হবে তা নিয়ে চরম অনিশ্চয়তায় সাধারণ মানুষ।

যদিও এদিন পুরসভার তরফ থেকে বেশ কয়েকটি ওয়ার্ডের জন্য পানীয় জলের ট্যাংক বরাদ্দ করা হয়, তবুও বাসিন্দারা জানিয়েছেন এক একটি ওয়ার্ডের জন্য মাত্র একটি করে ট্যাংক কিভাবে সম্ভব হবে, জল কত দিন থাকবে না এটাও বোঝা যাচ্ছে না। তবে পুজোর আগে এই জল সংকট রীতিমতো চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে এলাকার বাসিন্দাদের। জল না থাকার কারণে সকাল থেকেই কাজে যাওয়া মানুষদের সমস্যা তৈরি হয় । অনেকেই জানান জল এমন এক জিনিস যাকে ছাড়া থাকাই যায় না, আর এই জলের সমস্যা সমাধান করতে ব্যর্থ শিলিগুড়ি পুরসভা। যদিও মেয়র গৌতম দেব এবং এমএমআইসি জলের বিভাগের দুলাল দত্ত জানিয়েছেন পুরসভা আপ্রাণ চেষ্টা করছে , যাতে নাগরিকদের কোন সমস্যা না হয়।