তুই বলায় আপত্তি রোগীকে নির্মমভাবে মারধর, সাসপেন্ড হল শিমলার IGMC-র ১ চিকিৎসক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ভাইরাল ভিডিওতে চড়লো তীব্র চাঞ্চল্য ,শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চরম নিন্দনীয় ঘটনার সামনে এল দেশ। এমনকি এক রোগীকে নির্মমভাবে মারধরের অভিযোগে এক চিকিৎসককে সাসপেন্ড করা হয়। ঘটনাটি সামনে আসতেই গোটা রাজ্যজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, ৩৬ বছরের রোগী অর্জুন পনওয়ার চিকিৎসকের কাছে ‘তুই’ সম্বোধনে আপত্তি জানিয়ে সামান্য ভদ্রতা প্রত্যাশা করেছিলেন। অভিযোগ, এই কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সংশ্লিষ্ট চিকিৎসক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুখে সার্জিক্যাল মাস্ক পরা এক চিকিৎসক হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অর্জুনকে একের পর এক ঘুষি মারছেন। অসহায় অবস্থায় নিজেকে বাঁচাতে পা ছুঁড়ে প্রতিরোধ করার চেষ্টা করেন রোগী। সেই সময় আরেকজন চিকিৎসক রোগীর পা চেপে ধরে রাখার চেষ্টা করেন বলেও ভিডিওতে দেখা যায়।

এই ভিডিও এক রোগীর আত্মীয় মোবাইলে রেকর্ড করেন, যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। জনরোষের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত চিকিৎসককে সাসপেন্ড করা হয়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে—রোগীর নিরাপত্তা কোথায়? চিকিৎসা পরিষেবার মতো মানবিক পেশায় এমন হিংস্র আচরণ কতটা গ্রহণযোগ্য? তদন্ত চলছে বলেও এদিন হাসপাতাল সূত্রে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *