তৃণমূল এড়াচ্ছে ইন্ডিয়া জোটকে ? উঠছে এমন প্রশ্ন , আলাদা বৈঠকের ডাক, থাকবেন অভিষেকও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের ইন্ডিয়া জোটের বৈঠক এড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আজও ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, বুধবার দুপুর ১টায় নিজেদের সংসদীয় দলের পৃথক বৈঠক ডেকেছে তৃণমূল কংগ্রেস। বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। প্রথম দিন থেকেই আদানি, মণিপুরে হিংসা সহ একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। অধিবেশনের আগেই কেন্দ্রকে আক্রমণ করার জন্য রণনীতি সাজাতে বৈঠকের ডাক দিয়েছিল ইন্ডিয়া জোট। কিন্তু সেই বৈঠকে গরহাজির ছিল তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল। এবার আজকের বৈঠকও এড়িয়ে যাচ্ছে তৃণমূল। এমনটাই খবর।

তবে সূত্রের খবর, সংসদের দুই কক্ষে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা-সহ পাঁচটি ইস্যুতে সরব হবে তৃণমূল। এ নিয়ে দলীয় ফ্লোর কো-অর্ডিনেশনের রণকৌশল চূড়ান্ত করতে আজ সংসদ ভবনে বৈঠকে বসছেন তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *