তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরনিগমেরর মেয়র গৌতম দেব পরিদর্শনে এলেন বন্যা কবলিত এলাকাতে
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের ৩২নং ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনির নন্দীগ্রামের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব । এদিন ফের একবার উক্ত ওয়ার্ডের সহ নাগরিকদের অভাব অভিযোগ খতিয়ে দেখতে ৪নং বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা এবং ওয়ার্ড কাউন্সিলর তাপস চ্যাটার্জি সহ অন্যান্যদের নিয়ে সরজমিনে পরিদর্শন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেন মেয়র গৌতম দেব । মেয়র এদিন জানান মেয়র হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য প্রচুর। আমি শিলিগুড়ির মহানাগরিক হিসাবে আমার দায়িত্ব কিছুতেই অস্বীকার করতে পারি না। যে বা যারা আমার কাছে অভিযোগ করেছিলেন তাদেরকে গুরুত্ব দেওয়া আমার দায়িত্ব এবং কাজের মধ্যে পড়ে। আজকে বন্যা কবলিত এলাকায় ঘুরে আজকে আমার অনেক কিছু অভিজ্ঞতা হল। আমরা পাশে আছি, যেকোনো প্রয়জনে আমাকে পাশে পাবেন বন্যা কবলিত দের পাশে দাঁড়িয়ে এদিন এই কথাই জানালেন মেয়র গৌতম দেব।
