তৃণমূল প্রচার শুরু করছে জোরকদমে , অনেকটাই পিছিয়ে বাকিরা
নিজস্ব সংবাদদাতা : একবারে সব প্রার্থীর নাম ঘোষনা করে প্রচারে নেমে অনেকটাই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে প্রথম প্রচারের প্রায় মাঝখানে চলে এসেছে দল। প্রচার করছেন প্রার্থী সহ প্রায় সব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রচারে এগিয়ে গেছেন জেলা সভাপতি এবং মেয়র নিজেই। প্রতিটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে আছে বিজেপী এবং সিপিএম। বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার তো দুরের কথা একেবারেই শুরু করা হয়ে ওঠে নি এই দুটি দলের। নির্বাচনের আছে প্রায় তিন সপ্তাহ তাই আর দেরী না করে প্রচারে মন দিতে চাইছে সব দলগুলিই। শুরু যদি ভালো হয়ে যায় তবে মাঝে এবং শেষে ভালো হবে ফলাফল এই বিশ্বাস করেই প্রচারে চলেছেন তৃণমূল কংগ্রেস এর নেতা এবং কর্মীরা। তবে আসল খেলা হবে ৪ঠা জুন সেখানেই বোঝা যাবে কে হাসবেন শেষ হাসি। সময় কথা বলবে বলে মনে করছেন অনেকেই।