তৃণমূল ভোট লুঠ করছে গ্রামীণ এলাকায় , দখল হচ্ছে বুথ, বিস্ফোরক অভিযোগ জিতেন তিওয়ারির
বেস্ট কলকাতা নিউজ : ভোটের মধ্যেই বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা জিতেন তিওয়ারি। তাঁর অভিযোগ, আসানসোল লোকসভা এলাকার প্রায় ৪০-৪২ টি বুথ ইতিমধ্যেই হয় এজেন্টকে তুলে দেওয়া হয়েছে, নয়তো দখল হয়ে গিয়েছে। রীতিমতো বিরক্তির সুরে তিনি বলেন, এটা ভোট নয়, এটা প্রহসন হচ্ছে। আসানসোলের গ্রামীণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর কোনও রুট মার্চ নেই। তাঁর দাবি, গ্রামীণ এলাকায় ভোট লুঠ করছে তৃণমূল। যা কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে, সবই শহরকেন্দ্রিক এলাকায়। তিনি বলেন, আমরা যে মার্জিনে জিতব ভেবেছিলাম, সেটা হয়তো হবে না। কিন্তু জিতব। এটা শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন। কোনও ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ নেই। তবে তৃণমূল এভাবে ভোট না করে সরাসরি সঠিকভাবে লড়াই করতে পারতো।
প্রসঙ্গত, ভোট ঘোষণার পর এক মাস পর্যন্ত আসানসোলের পদ্ম প্রার্থী নিয়ে টালবাহানা চলেছিল। শেষ পর্যন্ত কাকে প্রার্থী করবে দল তা নিয়ে চলেছে দীর্ঘ চাপানউতোর। জল্পনা চলেছিল জিতেন তেওয়ারিকে প্রার্থী করা নিয়েও। যদিও শেষ পর্যন্ত প্রার্থী করা হয়েছেসুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়াকে। অনেকেই বলতে থাকেন প্রার্থী না হতে পারে খানিকটা অভিমান হয়েছে জিতেনের। সে কারণেই ভোটের মুখে কিছুটা নিষ্ক্রিয়ও হয়ে গিয়েছেন। যদিও তা মানতে নারাজ বিজেপি নেতা।
এদিন এ প্রসঙ্গ উঠতেই জিতেন বলেন, কোথায় আমি নিষ্ক্রিয়? আমি কলকাতা থেকে সব এলাম। এবার এলাকায় এলাকায় ঘুরবো। আমার কাছে আদালতের অনুমতি রয়েছে। তাই আমাকে কেউ আটকাতে পারবে না। আমি দলের হয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভোটের কাজ করছি।