দরকার একটু সাহায্য, তবেই হয়তো বদলে যেতে পারে শিলিগুড়ির এই অসহায় মহিলার জীবন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : একটু সাহায্য করলেই বদলে যেতে পারে তার জীবন। শিলিগুড়ির এক মহিলার করুন এবং আর্ত কাহিনি এটি। দিনের পর দিন রোগগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে সে । শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চের পিছনে রাস্তার এক ধরে আশ্রয় তার। পায়ে ঘা একেবারেই নোংরা অবস্থায় শুয়ে থাকে সে। মাঝে মাঝে চলে যায় , হয়তো কোথাও থেকে খাবার সংগ্রহের আশায়। আবার ফিরে এসে ওই জায়গাতেই শুয়ে পড়ে। পথ চলতে চলতে দুই চাকার গাড়ির মালিকেরা দয়া দেখিয়ে হয়তো তাকে সামান্য সাহায্য করে, কিন্তু সেটুকুতে তার কি হয় ? একটা স্থিতি দরকার,। কে দেবে সেই স্থিতি , যদি কোন সহৃদয় সংস্থা দায়িত্ব নিয়ে তার পরিচর্যা করে তবেই হয়তো জীবনটা বদলাবে তার। সে আশাতেই তো আছে সে ,। জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায় না। কিভাবে উত্তর আসবে সেটাও সে জানে না। না বলতে পারলে মানুষকে কি এসে সাহায্য করা করবে কিভাবে? সারাদিন পর যখন রাত আসে হে ওই ভাবেই সারা বিছানায় এদিক এবং অধিক করতে থাকে। এটাই তার হয়তো অভিযোগ্য যে তার জন্য কেউ এগিয়ে আসলো না। যদি এগিয়ে আসতো , জীবনটা হয়তো বদলে যেত তার । কেউ কি এগিয়ে আসবে না ? বদলাবে না তার জীবন? ভগবান দেখবে নিশ্চয়ই । শুধু অপেক্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *