দলনেত্রীর নির্দেশ মেনে চলবে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস, জানালেন পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : লোকসভা নির্বাচনে আমাদের ফলাফল একেবারেই ভালো হয়নি, সবাই মিলে আমরা চেষ্টা করেও ভালো ফলাফল করতে পারিনি, তার দায় আমাদেরই নিতে হবে আজ জেলা সভাপতি পাপিয়া ঘোষ ঠিক এই ভাবেই জানালেন। একুশে জুলাই ধর্ম তলায় সভাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদের সেই ভাবেই চলতে হবে। কারণ সামনেই বিধানসভা নির্বাচন একটা বিধানসভা জেতা অত সহজ ব্যাপার নয় বিশেষ করে যখন আমরা পিছিয়ে আছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে অনেকবার এসেছেন এমনকি গভীর রাতেও তিনি কলকাতা থেকে বাগডোগরা এয়ারপোর্টে নেমে জলপাইগুড়ি গেছেন, সেবা করার জন্য সবকিছু সত্বেও আমরা হেরে গেলাম। এই দায় আমাদের নিতে হবে জানালেন জেলা সভাপতি।বিধানসভায় শিলিগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ী এই দুটি কেন্দ্রে আমরা পিছিয়ে পড়ছি, কেন পিছিয়ে যাচ্ছি এটার জন্য আমাদের পর্যালোচনা করা দরকার। মানুষের সমস্যা কোথায় আছে এবং কেন আমরা তার সমাধান করতে পারছি না সেটাও আমাদের ভাবা দরকার। মুখ্যমন্ত্রীর লক্ষীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী সবকিছুতে ভরিয়ে দিয়েছেন আমাদের। তবুও আমাদের ফলাফল আশানুরূপ হলো না। তাই আমরা সব মিলিয়ে চেষ্টা করব এবার মানুষের পাশে প্রয়োজন মত দাঁড়িয়ে পড়ার। সভাপতি পাপিয়া ঘোষ জানালেন

আমাদের জয় এসেও আসছে না এটা নিয়ে আমাদের ভাবা উচিত। মুখ্যমন্ত্রী তার কর্তব্য করে যাচ্ছেন কেন আমরা তার মর্যাদা দিতে পারছি না এটা আমাদের দায়িত্ব ভাবার। সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের স্বাচ্ছন্দ সুবিধা দেখতে হবে আমাদের জানতে হবে তাদের সমস্যা কোথায়। কুড়ি মাস পরে বিধানসভা নির্বাচন দেখতে গেলে কিছুই না তাই আগে থেকে আমাদের তৈরি হতে হবে। তবেই রাম রাম এবং শিলিগুড়ি আমাদের হাতে আসবে। জেলা সভাপতি জানান আমার যদি কোন ভুল থাকে তবে আপনারা আমাকে জানান আমি তারও বিচার করব। তবে সব মিলিয়ে দায়িত্ব যখন নিয়েছি সাফল্য আমাদের আনতেই হবে। এনামুল কংগ্রেস মা মাটি মানুষের দল, তাই আমাদের আমার জন্য সবকিছু ভুলে এগিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *