দলনেত্রীর নির্দেশ মেনে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : এবার থেকে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের লিস্ট দেখতে হবে। কোন কোন ভোটার সঠিক আছেন, বা ভুয়া ভোটার আছেন কিনা এটা দেখতে বেরিয়ে পড়লেন জেলা সভাপতি। এদিন তিনি বাগডোগরা অঞ্চলে তার কর্মীদের নিয়ে ভোটার লিস্ট পরীক্ষা করলেন। জেলা সভাপতি জানান , এটা মুখ্যমন্ত্রী নির্দেশ তাই আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আর এটা আমাদের কর্তব্য, সামনেই ভোট আসছে আর সিপিএম এবং বিজেপি নানাভাবে আমাদের কুৎসা করে যাচ্ছে। দল সম্পর্কে এবং দল নেত্রী সম্পর্কে, আমাদের এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং ভোটের আগে এই সমস্যা আমাদের সম্পূর্ণ ভাবে মিটিয়ে ফেলতে হবে।

জেলা সভাপতি এদিন আরো জানান বিধানসভা ভোটের আগে আমাদের দায়িত্ব এবং কর্তব্য একেবারেই ভুলে গেলে চলবে না। যেভাবে মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, ঠিক সেভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। তবে হয়তো কিছুটা হলেও আমাদের ভোটার লিস্ট নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হবে। এদিন জেলা সভাপতি নিজে বাড়িতে গিয়ে ভোটারদের সাথে কথা বলেন এবং তাদের নতুন ভোটার আছে কিনা? এবং কেউ কেউ বাইরে গেছে কিনা এটা জিজ্ঞাসা করেন। জেলা সভাপতির সাথে এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সকল ছাত্র এবং যুব কর্মীরাও।