দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত সিনিয়ারদের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত হলো সিনিয়রদের ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব, এদিন মেয়র জানালেন গতবারও এই সময় এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলাম, আমার খুব ভালো লাগে কারণ যারা খেলবে তারা আমার সমবয়সী। আর ফুটবল খেলার একটা আলাদা গুরুত্ব এবং বৈশিষ্ট্য আছে। এই প্রতিযোগিতা দেখতে বিশেষ করে এই সময়, যখন শীতকাল আরো বেশি জমজমাট হয়। তাই আমার সমস্ত ক্রীড়া প্রেমী মানুষের কাছে আহ্বান সবাই মাঠে আসুন উপস্থিত থেকে খেলা দেখুন। খেলা মানে একটা আলাদা উত্তেজনা উন্মাদনা আর ফুটবলের আলাদা একটা বিশেষত্ব আছে ।মেয়র গৌতম দেব এদিন এও জানান আমি চেষ্টা করব এই প্রতিযোগিতা যাতে আগামী দিনে আরো জনপ্রিয় হয় সেটা দেখার।