দার্জিলিং ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল রোড সেফটি -র ওপর বিস্তর আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা : দার্জিলিং ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির আয়োজনে রোড সেফটি -র ওপর বিস্তর আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আজ শিলিগুড়ি নীললনে বিদ্যামন্দির স্কুলের প্রাঙ্গনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক দার্জিলিং, ডি সি পি ট্রাফিক শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ। প্রধান অতিথি হিসাবে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব।
এদিন তিনি জানান, পথ চলতি মানুষের সুরক্ষার জন্য সরকার আমাদের রাজ্য সরকার দায়িত্ব নিচ্ছে। বিশেষ করে যারা হেঁটে যাতায়াত করেন, তাদের মধ্যে যারা বয়স্ক এবং শিশুরা আছেন তারা নানাভাবে নানা সমস্যার মধ্য দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করেন। উপযুক্ত ট্রাফিক ব্যবস্থা আমাদের অনেক কিছু শিখিয়ে দেবে। যদি আমরা চলতে পারি, তবে উপকারই হবে সবার। মেয়র আরো জানালেন শিলিগুড়িতে একটা স্মার্ট মেগা সিটি হিসেবে পরিণত করে তুলতে যদি আমরা চাই, তবে ট্রাফিক নিরাপত্তা আরো বাড়াতে হবে। তবেই আমরা পারবো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব এদিন এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।