দার্জিলিং সমতল সংগঠনিক জেলার BLA 1 নিযুক্ত হলেন দার্জিলিং জেলা সমতল সংগঠনিক জেলার সভানেত্রী শ্রীমতি পাপিয়া ঘোষ, দায়িত্ব বাড়লো আমার এমনটাই জানালেন তিনি
নিজস্ব সংবাদদাতা : দার্জিলিং সমতল সংগঠনিক জেলার BLA 1 নিযুক্ত হলেন দার্জিলিং জেলা সমতল সংগঠনিক জেলার সভানেত্রী শ্রীমতি পাপিয়া ঘোষ। জানালেন দায়িত্ব বাড়লো আমার। ভোটের আগে নেতৃত্বে রদ বদল হবে এটাই স্বাভাবিক ছিল। আর তাই করা হলো। জেলা সভাপতি নিজে জানালেন আর এক বছর আছে বিধানসভা নির্বাচনের। তাই আমাদের সবার কাছে এটা একটা চ্যালেঞ্জ হয়ে থাকলো। আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে দলের জন্য, মুখ্যমন্ত্রীর জন্য এবং মানুষের জন্য। এই সময়টুকু প্রচন্ডভাবে গুরুত্বপূর্ণ আমাদের সবার কাছেই। কারণ বিজেপি এবং সিপিএম তৃণমূল কংগ্রেসের পিছনে লেগে আছে, একটা ভুল হলেই ঝাঁপিয়ে পড়বে আমাদের উপর। তাই সমস্ত বুথ স্তরের কর্মীদের কাছে আমার একটাই আবেদন আপনারা সবাই এক হয়ে দলের জন্য লড়াই করতে প্রস্তুত হোন। বাকি সময়টা সবার নিজেদের নিজেদের কাজ করলেও দলের জন্য সময় দিতে হবে সবাইকে। কাজেই এই এক বছর আমাদের সবাইকে সাংগঠনিক এবং দলীয় কাজ করে যেতে হবে, এদিন এমনটাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি এদিন এও বলেন দলের শীর্ষ নেতৃত্বকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আমি চেষ্টা করব দলের মুখ উজ্জ্বল করতে, এদিন এও জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।
