“দায়িত্ব নিতে হবে রেলকে” উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসে দুর্ঘটনার জন্য রেলকে দায়ী করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসে দুর্ঘটনার জন্য রেলকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানালেন ডিজিটাল ইন্ডিয়া এবং বুলেট ট্রেন তো শুধুমাত্র উপরে দেখানো। ভিতরে সব ফাপা, কিছুই নেই দিনের বেলাতে সিগন্যাল এর এতো বড়ো ভুল কিভাবে হলো? যাত্রীরা টিকিট কেটে ট্রেন এ যাচ্ছিল, ওরা কি জানতো কি পরিনাম অপেক্ষা করছে ওদের জন্য? মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান যাদের যায় একমাত্র তারাই বুঝতে পারে কি ঘটে গেল তাদের সাথে, মুখ্যমন্ত্রী আহত দের দেখে সাংবাদিক দের জানান রাজ্য সরকার সমস্ত ক্ষতিপূরণ দিতে চেষ্টা করবে,
তিনি আরো জানান এই যে কেন্দ্রীয় সরকার দাবি করে ভারত এর রেল গোটা পৃথিবীতে এক উল্লেখযোগ্য জায়গাতে আছে, সেই দেশে কিভাবে এই ঘটনা ঘটে গেল? এর জন্য সম্পূর্ণ দায়ী রেল, দায়িত্ব তাদেরকেই নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পৌঁছে গিয়ে দেখা করেন ডাক্তার দের সাথে, আহত দের সাথে দেখা করে তাদের শরীর এর কথা জিজ্ঞাসা করেন, মুখ্যমন্ত্রী তাদেরকে জানান চিন্তার কিছু নেই, তিনি এও জানান যে ঘটনা ঘটে গেল ওদের চিন্তার কিছু নেই বলাটাই বোকামি তবুও বললাম, রাজ্য সরকার সবার পাশে আছে সব ধরনের ব্যবস্থা করবে রাজ্য সরকার।