দিনের পর দিন পাওয়া যাচ্ছে এক্সপায়ারি ডেট উত্তির্ণ খাবার, চরম আতঙ্ক ছড়ালো শিলিগুড়িতে
শিলিগুড়ি : খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান চললো শিলিগুড়ির সেবক রোডে। ঝা চকচকে শপিং মল এর ভিতর রান্নাঘরে গেলে বুঝতে পারবেন কি অবস্থা, সম্পূর্ণ অনিয়মিত ভাবে তৈরি হচ্ছে সুস্বাদু সব খাবার। জিজ্ঞেস করলে উত্তর আসছে একবারই হলো। আর কখনোই হবে না, শিলিগুড়িতে দিনের পর দিন ভেজাল খাবার ঠিক এভাবেই মানুষের মনে ক্রমশ বিরক্তির সঞ্চার করছে। তবে তার মধ্যে কিছুটা হলেও স্বস্তির জোগান দিচ্ছে কলেজপাড়ার বেশকিছু দোকানদার। মূলত ,সেবক রোড সংলগ্ন দোকানগুলি বর্তমানে একেবারেই খারাপ অবস্থা। বাইরে থেকে সুন্দর লাগলেও ভিতরে এক চরম করুণ দশা। শিলিগুড়ি এবং তার আশেপাশের বেশ কিছু এলাকা জুড়ে বাইরের খাবার নিয়েও এমনকি মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানুষজন জানান এতদিন ধরে টাকা দিয়ে এই ধরনের খাবার কেনার কি অর্থ ? সবার মনে একটাই কথা যেচে রোগ আনলে কে বাঁচাবে আমাদের?
