দিল্লিতে কংগ্রেস চলবে তৃণমূলকে পাশে নিয়েই , স্পষ্ট বুঝিয়ে দিলেন সাংসদ রাহুল গান্ধী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জোট-জটিলতা যাই থাক, সংসদে তথা জাতীয় রাজনীতিতে তৃণমূলকে পাশে নিয়েই চলবে কংগ্রেস। দিল্লিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বলে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন সাংসদ রাহুল গান্ধী। এদিনের বৈঠকে উঠলই না বামেদের প্রসঙ্গ। আপাতত রাজ্য রাজনীতিতে তৃণমূল বিরোধিতায় সায় হাই কমান্ডের। তবে বিধানসভা নির্বাচনে জোট সমীকরণ কী হবে তা আরও পরে ঠিক হবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

সূত্রের খবর, এদিনের বৈঠকে রাহুল গান্ধীর দৃষ্টি আকর্ষণ করে প্রদেশ নেতৃত্বর একাংশ দাবি করেন, বাংলায় তৃণমূলের বিরোধিতা আর সংসদে তৃণমূলকে পাশে নিয়ে চলার ফলে বাংলায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাহুল স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, জাতীয় রাজনীতির বাধ্যবাধকতা সম্পূর্ণ অন্য। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংসদে কোনও দল পাশে দাঁড়ালে, প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস তাকে সঙ্গে নিয়ে চলতে বাধ্য বলেই মন্তব্য করেছেন তিনি। আপাতত পশ্চিমবঙ্গের কংগ্রেসের সংগঠনের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন রাহুল। উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে দলিত এবং সংবিধান বিরোধী স্লোগান যেভাবে ডিভিডেন্ড দিয়েছে, সেইভাবে বাংলাতেও ইস্যু নির্দিষ্ট করে কংগ্রেসকে ঝাঁপানোর নির্দেশ দিয়েছে হাই কমান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *