দুর্গা কার্নিভ্যালে প্রতীকী অনশনকারী’ ব্যাজ পরে, আটক চিকিৎসক, পরে মুক্তি দিল পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : প্রতীকী অনশনকারী ব্যাজ পরে রেড রোডের দুর্গাপুজো কার্নিভ্যালে হাজির ছিলেন তিনি। কলকাতা পুলিশ কার্নিভ্যালের মঞ্চ থেকেই তাঁকে আটক করে। থানায় আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে শেষপর্যন্ত মুক্তি পেলেন চিকিৎসক তপোব্রত রায়। কলকাতা পুরসভার চিকিৎসকের অপরাধ, তিনি সরকারি অনুষ্ঠানে প্রতীকী অনশনকারী ব্যাজ এবং গায়ে কালো টি-শার্ট পরেছিলেন, যাতে লেখা শিড়দাঁড়া বিক্রি নেই। মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করে ময়দান থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। পরে রাতে তাঁকে মুক্তি দেওয়া হয়। তাঁকে আটকের খবর চাউর হতেই থানার সামনে জমায়েত হন আন্দোলনকারীরা। বিক্ষোভ দেখান তাঁরা। কেউ কেউ থানার বাইরে ভারতের জাতীয় পতাকা ওড়ান। স্লোগান দিতে থাকেন।
মঙ্গলবার বিকেলে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যালে কলকাতা পুরসভার একটি মেডিক্যাল টিম ছিল। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে বা চোট-আঘাত লাগলে প্রাথমিক চিকিৎসা করার কথা ছিল ওই মে়ডিক্যাল টিমের। সেই দলেই ছিলেন তপোব্রত রায়। তাঁর টি-শার্টে লাগানো ব্যাজে লেখা ছিল প্রতীকী অনশনকারী। অভিযোগ, সেই কারণেই তাঁকে আটক করা হয়। এই প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেছেন, আমরণ অনশনকারীদের পাশে থাকতে তপোব্রত প্রতীকী অনশনকারী লেখা ব্যাজ পরেছিলেন। তাঁকে আটক করে আন্দোলন দমন করা যাবে না।
উল্লেখ্য , রেড রোডে পুজোর কার্নিভ্যালের সময়ই তার থেকে কিছু দূরে রানি রাসমণি অ্যাভিনিউয়ে দ্রোহের কার্নিভ্যাল কর্মসূচি করছিলেন চিকিৎসকদের আটটি সংগঠনের সদস্যরা। তাতে বহু সাধারণ মানুষ যোগ দেন। ধর্মতলায় হাতে হাত রেখে ব্যারিকেড করেন সাধারণ মানুষ। এরই মধ্যে আটক হন চিকিৎসক তপোব্রত রায়। পরে তাঁকে এমনকি মুক্তিও দেওয়া হয়।