দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল শিলিগুড়ির দুটি দোকান, ঘটনাস্থলে এসে পৌঁছালেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : দুর্ঘটনার কারণে পুড়ে ছাই হয়ে গেল শিলিগুড়ির তিন নম্বর ওয়ার্ডের দুটি দোকান। দোকান দুটি একেবারে ছাই হয়ে যাওয়ায় সম্পূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে বলে বলছেন দোকানদারেরা। কিভাবে এই আগুন লাগলো সেটা জানতে না পারা গেলেও মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। আগুন লাগে বেলা দেড়টা থেকে দুটোর মধ্য, প্রথমে পাশের দোকান এবং স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেননি এরপর যখন তারা বুঝতে পারেন বড্ড দেরি হয়ে গেছে, প্রথমে তারা বালতি বালতি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, এবং পরে আগুন না নে ভায় দমকল ডাকেন , দমকলের তিনটে ইঞ্জিন এসে আগুন নিভিয়ে দেয়।

এদিন ঘটনাস্থলে এসে পৌঁছন মেয়র গৌতম দেব, তিনি জানান ব্যাপারটি প্রচন্ড দুর্ভাগ্যজনক, এদিন তিনি কিভাবে আগুন লাগল সেই বিষয় দোকানদারদের সাথে কথা বলেন, এবং পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ এর হিসেব করেন। মেয়র এদিন জানান যতটুকু পারা যায় পৌরসভার তরফ থেকে চেষ্টা করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব দোকান দুটি যাতে আবার স্বমহিমায় ফিরে আসে সেটা দেখবে শিলিগুড়ি পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *