দুর্যোগের মধ্যেই উড়িয়ে নিয়ে গেল উত্তাল ঢেউ, ফের দিঘায় মৃত্যু পর্যটকের! একজনের প্রাণরক্ষা হল নুলিয়াদের সাহসিকতায়
বেস্ট কলকাতা নিউজ : ফের দিঘায় দুর্ঘটনা। উত্তাল সমুদ্রে তলিয়ে গেল দুই পর্যটক। দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে নুলিয়ারা। প্রথমে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও একজনকে আর বাঁচানো যায়নি। মৃত্যু হয়েছে ওড়িশার বাসিন্দা নারায়ণ সাউয়ের (৪২)। তাঁকে উদ্ধার করে দিঘা স্ট্রেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অপর পর্যটক। তবে বেঁচে গিয়েছেন হাওড়ার লিলুয়ারের বাসিন্দা শঙ্কর হাজরার (৪৫)। এদিকে পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগ এবং তীব্র বাতাসের কারণে সমুদ্র এদিন ব্যাপক উত্তাল ছিল। কিন্তু তারমধ্যেও বহু পর্যটককেও সমুদ্রস্নানে নামতে দেখা যায়। এরইমধ্যে তলিয়ে যান শঙ্কর হাজরা। নুলিয়ারা ঝাঁপিয়ে পড়লেও খবর পাওয়া মাত্রই পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে।
