দেখে ঘাবড়ে যাচ্ছেন? আর ক’দিনেই এমন হতে চলেছে বাংলার অত্যন্ত জনপ্রিয় এই রেলস্টেশন!
বেস্ট কলকাতা নিউজ : বাংলার এই ব্যস্ততম স্টেশনকে বিশ্বমানের করে গড়ে তুলতে চায় রেল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অন্তর্গত ব্যান্ডেল স্টেশনের আধুনিকিকরণের সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একেবারে আন্তর্জাতিক স্তরের সুবিধা দিয়ে নতুন করে গড়ে তোলা হবে ব্যান্ডেল স্টেশন। রেলের তরফে প্রকল্প বাস্তবায়নের পর ব্যান্ডেল স্টেশনটির ছবি ঠিক কেমন হবে তাও প্রকাশ করা হয়েছে। যা দেখে প্রশংসার ঝড় বইছে। উল্লেখ্য , ভারতীয় রেলের মুকুটে শীঘ্রই জুড়তে চলেছে আরও এক সোনালী গৌরবের পালক। ইতিমধ্যেই এব্যাপারে একটি মাস্টারপ্ল্যান মতৈরি করে ফেলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কীভাবে বৃহৎ এই পরিকল্পনার রূপায়ন হতে পারে সেব্যাপারে আলোচনাও শুরু হয়ে গিয়েছে রেলমন্ত্রকে।