দেশের করোনাগ্রাফ কিছুটা কমল ! ৯৬,৯৮২ জন আক্রান্ত হল শেষ ২৪ ঘন্টায়
বেস্ট কলকাতা নিউজ : দেশের করোনাগ্রাফ সোমবার পূর্বের সমস্ত রেকর্ড ভাঙলেও অবশেষে মঙ্গলবার সংক্রমণ কিছুটা হলেও কমল স্বস্তি দিয়ে। সংক্রমণ ১ লক্ষ পার করেছিল সোমবার। তবে মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাস করোনা থাবা বসিয়েছে দেশের প্রায় ৯৭ হাজার মানুষের শরীরে। যা অনেকটাই কম গত দিনের তুলনায় । ৪৪৬ জন করোনার বলি হয়েছে গত ২৪ ঘন্টায় । মুম্বইতেও নামতে শুরু করেছে করোনার দৈনিক আক্রান্তর সংখ্যা। এদিন ৪৭ হাজারের ঘরে গিয়ে দাঁড়িয়েছে মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৯৬ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছে গত ২৪ ঘন্টায়। এখন পর্যন্ত ভারতে ১ কোটি ২৬ লক্ষ ৮৬ হাজার ৪৯ জন মোট আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫০ হাজার ১৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । ফলে এখন পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ কোটি ১৭ লক্ষ ৩২ হাজার ২৭৯ জন । এক্টিভ কেসের সংখ্যা ৭ লক্ষ ৮৮ হাজার ২২৩ জন। গত ২৪ ঘন্টায় বলি হয়েছে ৪৪৬ জন। গোটা দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লক্ষ ৬৫ হাজার ৫৬৭।