দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুর কারণে স্থগিত হয়ে গেল বোর্ডের সভা
শিলিগুড়ি : শিলিগুড়ির পুরসভার বছরের শেষ বোর্ডের সভা স্থগিত হয়ে গেল মনমোহন সিংহের মৃত্যুর কারণে। এদিন প্রথমেই মেয়র গৌতম দেব জানান , ভারতের একজন কৃতি সন্তান আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যু দেশের জন্য এক চরম অপূরণীয় ক্ষতি। দেশে একজন কৃতি সন্তানকে হারালো। তাই আমাদের এদিনের সভা স্থগিত রাখা হলো। সারা দেশ আজকে শোকেস্তব্ধ। কোন অনুষ্ঠান হচ্ছে না। তাই শিলিগুড়ি পুরসভার আজকের বৈঠক আপাতত স্থগিত রাখা হলো। আগামী বৈঠকে সবকিছু সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার সকল কাউন্সিলারই। এদিন প্রথমেই প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।