দেশে বেকারত্বের হার ফের ঊর্ধ্বমুখী হল গত চার মাসে
বেস্ট কলকাতা নিউজ : ফের দেশে বেকারত্বের উদ্ধমুখী হল রেকর্ড হারে । দেশে বেকারত্বের হাল ভয়ানক হয়ে উঠেছিল ২০২০ সালে লকডাউনের ধাক্কায়। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ এসে পড়েছিল পরিস্থিতি খানিক সামলাতে না সামলাতেই । এবার ওমিক্রন কাঁটায় তৃতীয় ঢেউয়ের তীব্র আশঙ্কার মধ্যেই বেকারত্বের হারের সাম্প্রতিক পরিসংখ্যান বুঝিয়ে দিল, সমস্যা রয়ে গিয়েছে এখনও। গত ডিসেম্বরে সারা দেশে বেকারত্বের হার ৭.৯ শতাংশ। যা সর্বোচ্চ গত চার মাসের মধ্যে। এর আগে বেকারত্বের হার বেড়ে ৮.৩% হয়েছিল গত অগস্টে। পরবর্তী ৩ মাসে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বর্ধিত হার ফের ভয় ধরাল ডিসেম্বরে। এদিকে নতুন বছরের শুরু থেকেই যেভাবে নতুন করে দাপাতে শুরু করেছে করোনা, তাতে যে আগামি দিনে এই হার আরও বাড়তে পারে, ওয়াকিবহাল মহল আশঙ্কা প্রকাশ করছে এমনকি সেব্যাপারেও ।