ধারালো অস্ত্র সমেত তিনজনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ধারালো অস্ত্র নিয়ে বাইরে বেরিয়ে ছিল তারা , কথাবার্তা তেই চরম সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসা বাদ করতেই ভেঙে পড়ে তারা। আসল কথা বলে দেয়, তারপরে পুলিশ তাদের আটক করে। তাদের কাছ থেকে পাওয়া যায় বেশ কিছু ধারালো অস্ত্র , পিস্তল যদিও জানা গেছে পিস্তলটি নকল ছিল, এছাড়া টর্চ চার্জার সহ বেশ কিছু অন্যান্য জিনিস। তারা কি উদ্দেশ্যে বেরিয়েছিল এটা না জানা গেলেও জানতে পারা গেছে, তারা বহুদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত ছিল। পয়সার লোভে একের পর এক খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে তারা।

এদিকে তারা জানিয়েছে বাড়িতে আর্থিক অনটন থাকায় বাধ্য হয়েই তারা এই ধরনের কাজের নামতে বাধ্য হয়েছিল। পুলিশ আরো জেনেছে প্রধান নগর সংলগ্ন এলাকা জুড়ে তারা তাদের কর্মকাণ্ড চালাতো। এই কাজে আরো বেশ কিছু ছেলেও জড়িত ছিল , তবে তারা আর এইসব কাজ করে না বলে জানিয়েছে ওই চারজন। তাদের প্রত্যেকের বাড়ি শিলিগুড়ি হলেও বেশ কিছুদিন ধরে তারা বাইরে থাকছিল। শিলিগুড়ি এসে ব্যবসা করে চলে যেত তারা। এবার কাজ করতে এসেছিল তারা, কিন্তু তারা অবশেষে ধরা পড়ে যায় পুলিশের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *