নকশালবাড়িতে ভয়াবহ দুর্ঘটনার কবলে আপেল বোঝাই লড়ি,আহত হল গাড়িতে থাকা দুই ব্যক্তি
নিজস্ব সংবাদদাতা : নকশালবাড়ি থেকে শিলিগুড়ি আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল আপেল বোঝাই একটি লরি। লরিটি উল্টে যাওয়ার ফলে , সমস্ত আপেল রাস্তার নিচে পড়ে যায়। গাড়িটিতে থাকা দুই ব্যক্তি গুরুতরভাবে জখম হয়। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা জানা না গেলেও, মনে করা হচ্ছে কোন একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। অথবা মনে করা হয় অতিরিক্ত ভার হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে। এদিকে আপেল বোঝাই লরিটি উল্টে পড়ার সাথে সাথে চারিদিকে ছিটকে পড়ে যায় সমস্ত আপেল। অনেকেই দৌড়ে এসে আপেল নিয়ে যাওয়ার চেষ্টা করেন, গাড়িটিতে থাকা চালক এবং ওই দুই ব্যক্তি আহত হয়ে যাওয়ার ফলে বাধা দিতে পারেননি। স্থানীয় লোকেরা এসে ওই তিনজন আহতকে উদ্ধার করে নিয়ে একটি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান। সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
