নগরায়নের মধ্যেও সবুজ বাঁচাতে এক বড় উদ্যোগ , সুভাষ সরোবরের ধারে মিয়াওয়াকি বন তৈরি করতে চলেছে কেএমডিএ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সুভাষ সরোবরের প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ে প্রত্যেকের ৷ গাছের ছায়া, পাখির কিচিরমিচির আর লেকের জলতরঙ্গ আপনাকে নিয়ে যায় এক অন্য জগতে ৷ নগরায়নের মধ্যেও সবুজ বাঁচাতে বড় উদ্যোগ নিল নিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। কেএমডি-এর তরফে বেলেঘাটার সুভাষ সরোবরের ধারে প্রায় পাঁচ হাজার গাছের চারা রোপণ শুরু হয়েছে । লক্ষ্য এক নতুন মিয়াওয়াকি বন তৈরি। কেএমডিএ একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় এই কর্মসূচি নিয়েছে । এই প্রকল্পে অংশ নিয়েছে ওই প্রতিষ্ঠানের বহু ছাত্রছাত্রী, যারা রোপণ করছে ভবিষ্যতের ‘সবুজ কলকাতা’।

কেএমডিএ-র এক আধিকারিক জানান, “বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ের মোকাবিলায় বৃক্ষরোপণই একমাত্র কার্যকরী উপায়। মিয়াওয়াকি পদ্ধতিতে বন তৈরি করলে শহরে অক্সিজেনের পরিমাণ বাড়ে, তাপমাত্রা কিছুটা হ্রাস পায়, এমনকি শ্বাসযন্ত্রের রোগও কমে।” প্রায় ১৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে গাছ লাগানো হয়েছে । স্থানীয় ফলজ ও ছায়া-গাছ যেমন পেয়ারা, কাঁঠাল, ছাতিম, অশ্বত্থ, অমলতাস প্রভৃতি প্রজাতির চারাগাছ রোপণ করা হয়েছে । এই পদ্ধতিতে ঘনভাবে বিভিন্ন প্রজাতির গাছ পাশাপাশি বসানো হয়, যার ফলে অল্প সময়ের মধ্যেই ঘন বনভূমি তৈরি হয়।

এদিকে বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতিতে তৈরি বন প্রচলিত পদ্ধতির তুলনায় প্রায় ১০ গুণ দ্রুত বৃদ্ধি পায়। একই সঙ্গে এটি বহুপ্রজাতির উদ্ভিদ ও প্রাণীর জন্য উপযোগী পরিবেশ তৈরি করে । শহরাঞ্চলে যেখানে জায়গার অভাব, সেখানে মূলত এই পদ্ধতিতে ছোট এলাকাতেই ঘন বন তৈরি করা সম্ভব, যা বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমাতে এক কার্যকর ভূমিকা গ্রহণ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *