নজরে বিবাহ ও উৎসবের মরসুম, বাজারে এলো তানিস্ক এর এক্সক্লুসিভ বালার কালেকশন—‘কঙ্কনকথা’

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শৌভিক ব্যানার্জি, কলকাতা : সামনেই পহেলা বৈশাখ। বাঙালি নববর্ষ মানেই নতুন পঞ্জিকা, এবং সেইসাথে নতুন বছরের শুভদিনগুলোতে চোখ মেলানো। বাড়িতে বিবাহযোগ্য পুত্র বা কন্যা থাকলে অভিভাবকরা প্রথমেই দেখে নেন, শাস্ত্রমতে বিয়ের দিন আছে কবে কবে। স্বভাবতই, বানিজ্যিক সংস্থাগুলিও ক্রেতাদের এই চাহিদা অনুযায়ী পন্য নিয়ে হাজির।

ঠিক এই আবহেই, পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া ও গ্রীষ্মকালীন বিয়ের মরসুম-কে সামনে রেখে টাটা গোষ্ঠীর জুয়েলারি ব্রান্ড ‘তানিস্ক’ নিয়ে এলো নয়া ডিজাইনের কালেকশন – কঙ্কনকথা। সংস্থার দাবি, বাংলার ঐতিহ্যবাহী হ্যান্ডলুম শিল্পের পাশাপাশি ডিজাইনে ফুটে উঠেছে সূক্ষ্ম মীনাকারি এনামেল কাজের সৌন্দর্য, জামদানির সূক্ষ্ম ফুল ও পেইসলি মোটিফ, তাঁতের অর্ধচন্দ্র তাবিজ মোটিফ এবং বাটিক প্রিন্ট —এই সমস্ত প্রতিটি বালায় শিল্পের নিপুণতায় ফুটিয়ে তোলা হয়েছে।

এব্যাপারে আমাদের মুখোমুখি হয়ে শ্রী সোমপ্রভ সিংহ, রিজিওনাল বিজনেস হেড, টাইটান কোম্পানি লিমিটেড জানালেন, “তানিস্ক-এর সঙ্গে বাংলার একটা ভীষণ আপন সম্পর্ক আছে, আর সেই সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমরা এনেছি এই ‘কঙ্কনকথা’ কালেকশন। আমরা চাই, আমাদের এই নতুন কালেকশনটা আগামী প্রজন্মের কাছেও একটা গর্বের অংশ হয়ে উঠুক।”

সংস্থার ব্রান্ড এম্বাসেডর, বিশিষ্ট বাঙালি অভিনেত্রী মিমি চক্রবর্তী জানালেন, “কঙ্কনকথা কালেকশনটি একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। বাংলার শিল্প, বুনন আর ঐতিহ্যের এত সুন্দর সম্মিলন আমি আগে খুব কমই দেখেছি। এই গয়নাগুলোর ডিজাইনে যেমন আছে আমাদের মাটির গন্ধ, তেমনই আছে আধুনিকতার ছাপ। আজকের মেয়েদের জন্য একেবারে পারফেক্ট!” এই নয়া কালেকশন এখন পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ, আগরতলা এবং শিলচরের সমস্ত তানিস্ক স্টোরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *