নতুন করে সমস্যা দেখা দিয়েছে চা বাগানগুলির, আরো সমস্যা বেড়েছে ভোটের পরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : চা শ্রমিকদের সমস্যা দিনের পর দিন আরো বেড়ে যাচ্ছে, নির্বাচনের আগে চা শ্রমিকদের সব সমস্যার সমাধান করবার কথা দিয়েছিল সব দলই কিন্তুু ভোটের পরে আর দেখাই যাচ্ছে না চা শ্রমিকদের। তাদের কথা যে তিমিরে সমস্যা তৈরী হয়ে ছিল সেই জায়গাতেই থেকে গেছে সমস্যা। অবস্থা এমন এক জায়গাতে চলে গেছে যে দিনের শেষে খরচের টাকা জোগার করতে পারেন না তারা। সময় এর সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে সবকিছুরই, শুধুমাত্র পরিবর্তন হয় নি চা শ্রমিকদের জীবনযাত্রা, রাতের বেলাতে নুন্যতম মুড়ি তেল পেয়াজ খেয়ে চলছে তাদের।ছেলেমেয়েদের পড়াশোনা অথৈ জলে।

এদিকে বিজেপী এবং তৃণমূল ছাড়াও সিপিএম তাদের সাথে কথা বলে অনেক ভালো পরিকল্পনা তৈরী করবার আশা দিয়েছিল, কিন্তুু সবকিছু যে তিমিরে আছে সেখানেই থেকে গেছে। চা শ্রমিকেরা জানিয়েছেন দুবেলা খাবার জোগার করতে অনেক সমস্যা তৈরী হবে ভবিষ্যতে, তারা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছেও নিজেদের দুর্দশার কথা চিন্তা করে বার বার আবেদন করেছিলেন কিন্তুু লাভ কিছুই হয় নি।দিনের পর দিন দরিদ্রতা আরো গ্রাস করে ফেলছে তাদের, ভবিষ্যতে যদি তাদের উন্নতি না হয় তবে উত্তরবঙ্গের চা শিল্পের ভবিষ্যত একেবারেই অন্ধকার হয়ে উঠবে। অনেক চা শ্রমিকেরাই ভবিষ্যত বুঝতে পেরে অন্য শহরে বা রাজ্যে পাড়ি দিয়েছেন। ছেলেমেয়েদের অন্য দিকে নিয়ে গেছেন। তাদের আশা হয়ত ভবিষ্যতে সরকারের চোখ খুলে যাবে আবার উজ্জ্বল হয়ে উঠবে সবকিছু, কিন্তুু সেটা কবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *