নতুন যুব সভাপতি কে সম্বর্ধনা দিলেন শিলিগুড়ি পৌরসভার এম এম আই সি শ্রাবনী দত্ত
শিলিগুড়ি : নতুন যুব সভাপতি জয়ব্রত মুখুটিকে সংবর্ধনা দিল শিলিগুরি ১৪ নম্বর ওয়ার্ড। এদিন তাকে বিশেষ সংবর্ধনা দিলেন এমনকি শিলিগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং এমএমআইসি শ্রাবণী দত্ত, এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি কমল কুমার কর্মকার, এবং সম্পাদক বিশ্বময় ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা সভাপতি মীরা দত্ত। শ্রাবণী দত্ত এদিন জানান মুখ্যমন্ত্রী আমাদের নতুন যুব সভাপতি উপহার দিয়েছেন। তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আগামী দিনে আমরা সবাই একসাথে ব্যাপকভাবে কাজ করব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের সমস্ত পুরুষ এবং মহিলা কর্মীরা। উপস্থিত ছিলেন শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি সুদীপ্ত জানা।

এদিকে এদিন নতুন যুব সভাপতি জয়ব্রত মুখটি জানান মুখ্যমন্ত্রী আমাকে যে সম্মান এবং দায়িত্ব দিলেন আমি চেষ্টা করব সেটা অক্ষরে অক্ষরে পালন করতে। সামনেই বিধানসভা ভোট, কাজেই আমাদের সবাইকে এককভাবে একসাথে কাজ করতে হবে। সবচেয়ে বড় দায়িত্ব আমাদের কর্মীদের, বিজেপি এবং সিপিএমের কুৎসা রুখতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ভোটারদের বুঝাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আমলে কতটা সুরক্ষিত আছি আমরা।