নদীয়া জেলায় এই প্রথম সংবর্ধনা প্রদান করা হলো সারা বাংলার বিশেষ চাহিদা সম্পন্ন গুণী শিল্পীদের
বেস্ট কলকাতা নিউজ : নদীয়া জেলায় এই প্রথমবার সংবর্ধনা প্রদান করা হলো সারা বাংলায় বিশেষ চাহিদাসম্পন্ন গুণী শিল্পীদের। 45 জন বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেট, অ্যাথলেটিক, ক্যারাম, সাঁতার, ম্যারাথন দৌড় সহ নানা খেলা ছাড়াও বাদ্যযন্ত্র বাদক, মূকাভিনয় শিল্পী বাউল লোকগীতি রবীন্দ্রনজরুল গায়ক গায়িকা, কবি সাহিত্যিক ,চিত্রশিল্পী, সূচিশিল্প, হরবোলা, যাত্রা নাটক, সার্কাস নানা ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যারা কৃতিত্বের শিরোনামে আছে স্মারক পুষ্পস্তবক ব্যাচ উত্তরীয় এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এমন ব্যক্তিদের সংবর্ধিত করা হয় । গত 08 09 2019 রবিবার শান্তিপুর পাবলিক লাইব্রেরীর মাঠে’ “প্রতিবন্ধন”(বিশেষ চাহিদা সম্পন্নদের সংগঠন) এই অনুষ্ঠান এর আয়োজন করেন প্রায় 1000 বিশেষ চাহিদা সম্পন্ন দের মনোরঞ্জন এর উদ্দেশ্যে ।ট্রাইসাইকেল রেস , ক্র্যাচ দৌড়, মহিলা প্রতিবন্ধীদের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন 52 জন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়। অনুষ্ঠানের উদ্বোধন হয় “মেলোডি মিউজিক্যাল একাডেমি” পরিচালিত নানা বয়সের নানা ধরনের প্রতিবন্ধকতা যুক্ত 17 জন বিশেষ চাহিদা সম্পন্ন দের নিয়ে তৈরি কোরাস গানের মাধ্যমে ।শান্তিপুর সাঁজঘরে সহযোগিতায় 22 জন শারীরিক ও মানসিক ভারসাম্য দের নিয়ে নাটক “আমাদের কথা” মুগ্ধ করে দর্শকদের।শৃঞ্জিনী ডান্স একাডেমি আয়োজন করে, দুজন পুরুষ ও 15 জন মহিলা মূক-বধির ও অস্থি সংক্রান্ত প্রতিবন্ধকতা যুক্তদের নিয়ে “অন্য মহালয়া” নামে এক অসাধারণ নৃত্যঅভিনয়।বাঁকুড়া বীরভূম মালদা পূর্ব মেদনীপুর সহ বিভিন্ন জেলার 25 জন প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে গঠিত “নজরুল কালচারাল গ্রুপ”একটি অর্কেস্ট্রা টিম সহযোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করে।এছাড়াও জিমনাস্টিক, কোরিওগ্রাফি ড্যান্স , চিত্র প্রদর্শনী, কবিতা আবৃতি সব বিষয়ে বিশেষ চাহিদা সম্পন্ন দের কৃতিত্বের নজির সৃষ্টি হল এই অনুষ্ঠানে।