নদী সংস্কারের কাজের পাশাপাশি শিলিগুড়ির ফুলেশ্বরী থেকে জোড়া পানি পর্যন্ত রাস্তার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : সেচ ও জলসম্পদ দপ্তরের উদ্যোগে এবং শিলিগুড়ি পুরনিগমের সহায়তায় ফুলেশ্বরী-জোড়াপানি নদী সংস্কারের কাজ এর উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এদিন সকালে তিনি এই রাস্তার উদ্বোধন করে জানালেন এটা আমার তরফ থেকে মানুষের কাছে উপহার পৌঁছে দিলাম। রাস্তার উন্নয়ন যেমন জরুরি তেমনি জরুরী এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছে যাওয়া। মানুষের কাজ এবং মানুষের কর্ম একটা আলাদা ব্যাপার। দীর্ঘদিন ধরেই মানুষ এই রাস্তার উন্নয়ন চাচ্ছিলেন, কথা দিয়েও এই রাস্তার উন্নয়ন করা যাচ্ছিল না। আজকে এই রাস্তার উদ্বোধন হলো।

মেয়র গৌতম দেব এদিন আরও জানান দ্রুত এই রাস্তার সংস্কার করা হবে , এবং যত তাড়াতাড়ি পারা যায় এই সমস্যার সমাধান করে দেয়া হবে। মানুষকে কথা দেওয়া হয়েছিল, আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং উৎসাহে এই রাস্তা আরো এগিয়ে চলবে। মানুষের সাথে এবং মানুষের কাছে থাকতে গেলে জরুরী দ্রুত উন্নয়ন। আজকে সেটা করা হলো, এবং আগামী দিনে আরো বাড়িয়ে তোলা হবে রাস্তার উন্নয়ন।