নর্তকীর পেছনে দেদার খরচ অফিসের কোটি টাকা হাতিয়ে , পানশালার বাইরে পুলিশের জালে ধরা পড়লো অভিযুক্ত প্রতারক
বেস্ট কলকাতা নিউজ : একটু একটু করে অফিসের টাকা সরিয়ে তিনি জড়ো করেছিলেন প্রায় এক কোটি টাকা ! অভিযোগ, পানশালা ও সেখানকার নর্তকীদের পেছনে টাকা খরচ করাই ছিল তাঁর একমাত্র নেশা ! আর সেটাই চরম কাল হল । শহরের একটি নামী পানশালার বাইরে থেকে গ্রেফতার করা হল এক প্রতারককে । জানা গেছে ধৃতের নাম সন্দীপ ভাটিয়া । অবশেষে তাঁকে গ্রেফতার করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগের এক আধিকারিক এবিষয়ে জানান, “ধৃতের কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে । কিন্তু বাকি টাকা ওই ব্যক্তি কোথায় খরচ করল, তা আমাদের দেখতে হবে ৷”লালবাজার সূত্রে খবর, ধৃত সন্দীপ ভাটিয়া শেক্সপিয়ার সরণি থানার আওতাধীন একটি সংস্থায় চাকরি করতেন । সেখানে নগদ ও তহবিলের দায়িত্বে ছিলেন সন্দীপ । সেই অফিসের অভিযোগ, ধীরে ধীরে অফিসের তহবিল থেকে টাকা সরাতে থাকেন সন্দীপ । এমনকি অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানেই সরানো টাকা রাখতেন তিনি ৷ অভিযোগ, অফিসের টাকা সরাতে গিয়েই তিনি ধরা পড়ে যান । আর তাতেই তাঁর চাকরি যায় । পরে সংশ্লিষ্ট অফিসের তরফে স্থানীয় শেক্সপিয়ার সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত । সেই তদন্তে পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত সন্দীপের বাড়ি হুগলি জেলার হিন্দমোটরে । জানা যায়, তিনি অনেক সময় বাড়ি না-ফিরলেও রাতে একবার বিবাদী বাগের কাছে একটি পানশালায় অবশ্যই যান। আর তাঁর নেশা ছিল সংশ্লিষ্ট পানশালায় নর্তকীদের উপর রাশি রাশি টাকা খরচ করা।