নর্থ বেঙ্গল অ্যানিমেশন এন্ড ফ্লিম একাডেমির শিলিগুড়ি শাখার শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : নর্থ বেঙ্গল অ্যানিমেশন এন্ড ফ্লিম একাডেমির শিলিগুড়ি শাখার শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এদিন এই একাডেমির উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানান অ্যানিমেশন একটা আলাদা শিল্প। আজকের দিনে প্রচুর ছেলেমেয়ে অ্যানিমেশন এর দিকে এগিয়ে যাচ্ছে। যেটার ভবিষ্যৎ উজ্জ্বল, আমাদের উচিত এই ব্যাপারটা ভালোভাবে দেখা। এদিকে অন্যতম আহ্বায়ক উত্তরায়ণ দেব জানান আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল এই ফিল্ম একাডেমির উদ্বোধন করা। যার ফলে উপকৃত হবে প্রচুর মানুষ। বিশেষ করে যারা এনিমেশনের উপরে ভবিষ্যৎ তৈরি করতে আগ্রহী।

মেয়র গৌতম দেব জানান উত্তরবঙ্গে এই একাডেমী হলে অনেক ছেলেমেয়ে আছে যারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে ইচ্ছুক অথচ তারা বাইরে যেতে পারে না। বিভিন্ন কারণে তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ । অ্যানিমেশনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ তৈরি করা। আজ একাডেমির উদ্বোধন হলো ভবিষ্যতে আমাদের অনেক স্বপ্ন আছে এই একাডেমিকে ঘিরে। এদিন উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এক নম্বর চেয়ারম্যান গার্গী চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা। ভবিষ্যতে আমরা প্রচুর উৎসাহী ছেলে-মেয়েদের পাব বলেও এদিন জানান মেয়র গৌতম দেব। তিনি এও বলেন শিলিগুড়ি থেকে বহু ছেলে মেয়ে অ্যানিমেশনের উপর কাজ করছে বাইরে গিয়ে, আজকে শিলিগুড়ির এই ফিল্ম একাডেমী ভবিষ্যতের বহু কৃতি ছাত্র-ছাত্রীদের তৈরি করবে।

