নলহাটিতে ডাম্পারের পিছনে সরকারি বাসের ধাক্কা, গুরুতর জখম হল ১০ জন যাত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের পিছনে যাত্রীবোঝাই সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হল ১০ জন যাত্রী। স্থানীয় মানুষজন ও পুলিশ এদিন জখমদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল এবং নলহাটি ব্লক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। জানা গিয়েছে, বালুরঘাট থেকে যাত্রীবোঝাই বাসটি দুর্গাপুর যাচ্ছিল। এদিন নলহাটিতে জাতীয় সড়কে যানজট ছিল। যানবাহন ধীরে ধীরে চলছিল। কলেজ মোড়ের কাছে একটু ফাঁকা পেয়ে সরকারি বাসটি একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। তাতে বাসের সামনের কাচ ভেঙে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় বাসের ভিতরে থাকা যাত্রীদের কয়েকজন মুখে চোট পান। কারও দাঁত ভেঙে রক্ত বের হতে শুরু করে। কেউ মাথায় ও হাতে পায়ে চোট পেয়েছেন। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার কাজে হাত লাগান।

এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মহিলা ও পুরুষ মিলিয়ে ১০ জনের মতো জখম হয়েছেন। মালদহ থেকে বাসে চড়ে দুর্গাপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলেন দেবীচন্দ্র। তিনি বলেন, নলহাটি ঢোকার পর থেকেই বাসটি এঁকেবেঁকে চলছিল। মনে হচ্ছিল চালকের খুব তাড়া আছে। কিছুটা আসার পর বাসটি ওভারটেক করতে গিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। তাতেই মুখে আঘাত পেয়েছি। অনেক যাত্রী রক্তাক্ত হয়েছেন। বাসের গতিবেগ বেশি থাকলে হয়তো মারা যেতাম। বাসের চালক দিলীপ গড়াই বলেন, সামনে যানজট ছিল। গাড়ি ধীরগতিতে ছিল। আমি ডান দিকে কাটতেই সামনে থাকা ডাম্পার ব্রেক কষে। তখনই ধাক্কা লাগে। পুলিশ জানিয়েছে, বাসটিকে আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *