নাসার গবেষণায় সুযোগ পেলো ব্যারাকপুরের বাসিন্দা ইন্দ্রনীল মন্ডল , ব্যাপক উচ্ছ্বসিত হল পরিবার‌

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ যেন এক অভাবনীয় সাফল্য ৷ অবশেষে নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে গবেষণা করার সুযোগ পেল ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ১৭ বছরের ইন্দ্রনীল মণ্ডল। কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া সে। তার এই কৃতিত্বে স্বভাবতই খুশি এমনকি তার পরিবারও । এদিকে খুশির ছোঁয়া ইন্দ্রনীলের স্কুলেও।

কীভাবে মিলল সুযোগ ? জানা গেছে নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বাছাই করা ছাত্রদের গবেষণার কাজে অংশগ্রহণ করার অনুমতি মেলে । তার জন্য প্রতি বছর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় । সেই প্রতিযোগিতার একটি নির্দিষ্ট থিম বা বিষয় দেওয়া থাকে । সেই বিষয়ের উপরে একটি প্রোপোজ়াল লিখে জমা দিতে হয় । সেই প্রোপোজালের উপরে ভিত্তি করে প্রাথমিক পর্যায়ের নির্বাচন করা হয় । মোট চারটি পর্যায়ে চলে নির্বাচন । প্রথমে রিজিওনাল লেভেলে রাজ্যের স্কুলগুলির মধ্যে থেকে সবচেয়ে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হয় । এরপরে ন্যাশনাল লেভেলে দেশের মধ্যে সবচেয়ে সেরাকে বেছে নিয়ে চলে এশিয়ান লেভেলের নির্বাচন । সবশেষে ইন্টারন্যাশনাল লেভেলে ফলাফলের ভিত্তিতে কেনেডি রিসার্চ সেন্টারে স্পেস ডিজাইন নিয়ে গবেষণার অনুমতি মেলে ।

কী নিয়ে রিসার্চ ইন্দ্রনীলের ? এ বছর প্রতিযোগিতার বিষয় ছিল মঙ্গল গ্রহ । ২০৭০ সালের মধ্যে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসযোগ্য করা যায় কি না সেই নিয়েই গবেষণা চলছিল ইন্দ্রনীল মণ্ডলের । দিন-রাত এক করে এই প্রোজেক্টে কাজ করার সুযোগ পেতে পরিশ্রম করে গিয়েছে সে । আর তাতেই মিলেছে এক বিরাট সাফল্য । এ দেশের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল । তাদের মধ্যে এ বছরে একমাত্র ইন্দ্রনীলই এই সাফল্য পেয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *