নিজের ওয়ার্ডে মহিলাদের জন্য স্বনির্ভর প্রকল্প শুরু করলেন আইসি এবং ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : নিজের ওয়ার্ডে মহিলাদের জন্য স্বনির্ভর প্রকল্পের কাজ শুরু করলেন শ্রাবণী দত্ত। ওয়ার্ড কাউন্সিলর । আমি সব সময় চাই মানুষের জন্য কিছু করতে, মানুষকে আনন্দ দিতে আমি সব সময় চাই মানুষকে আনন্দ দিতে। শ্রাবণী দত্ত আরো জানালেন দীর্ঘদিন ধরে আমার ওয়ার্ডের মহিলা কর্মীরা আমার কাছে আবদার করে করেছিলেন, তাদের জন্য কিছু করে দিতে আমিও ভাবছিলাম স্বনির্ভর প্রকল্পের কাজ শুরু হলে আমার ওয়ার্ডের মহিলারা ভবিষ্যতের জন্য কিছু করে নিতে পারবে, আমি চাই ভবিষ্যতে তারা নিজেদের জন্য কিছু করুক যেটা দিয়ে পরিবারের সাহায্য হবে। শ্রাবণী দত্ত মহিলাদের ডেকেছিলেন এক বৈঠক করে তাদের সজনির্ভর প্রকল্পের কাজ বুঝিয়ে দিতে।

এদিন শ্রাবণী দত্ত জানান আমার ওয়ার্ডের মহিলারা আমার ডাকে সবসময় সারা দিয়ে আসে, তাই আমার অনেক দিন ধরেই চিন্তা ভাবনা ছিল ওদের জন্য কিছু করে দাওয়ার, এই স্বনির্ভর গোষ্ঠীর কাজ যদি ওরা ঠিক সময় ঠিকভাবে করতে পারে তবে ভবিষ্যতে ওরা নিজেরা নিজের পরিবারের এবং নিজেদের খরচ তুলতে পারবে। বিভিন্ন রকমের জিনিস বানিয়ে বাজারে বিক্রি করতে পারবে। তিনি আরও বলেন আমার ১৪ নম্বর ওয়ার্ডের মহিলারা কর্মঠ এবং সাহসী, যে কোন কাজে ওদের কোন না নেই, তাই আমি এটা ভেবে আনন্দ পাচ্ছি যে স্বনির্ভর গোষ্ঠীর কাজ আমাদের ওয়ার্ডেও শুরু হল। আমরা আমাদের ওয়ার্ডে কিছু তৈরি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারব। আপাতত আমার একটাই চেষ্টা থাকবে এই প্রকল্পের কাজ শুরু করে দেওয়ার, ভবিষ্যতে যাতে আমার ওয়ার্ডের মহিলা কর্মীরা এবং মহিলারা এই স্বনির্ভর প্রকল্পের কাজ করে নিজেরাই স্বনির্ভর হতে পারেন বলেও জানান ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *