নেতাজীকে “RSS ও BJP কোনোদিন উপযুক্ত সম্মান না দিলেও তাকে ব্যবহার করছে রাজনৈতিক স্বার্থে ” এমনি বিষ্ফোরক অভিযোগ নেতাজি কন্যার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মূলত বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর এর মধ্যে ফের একবার মাথাচাড়া দিলো আরএসএসের নেতাজি প্রেম। আর এর মধ্যেই তাদের এহেন মনোভাবের তীব্র সমালোচনা করলেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। এমনকি তিনি এও জানিয়েছেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন আরএসএস বিচারধারার অন্যতম সমালোচক।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে অনিতা বসু পাফ এও জানিয়েছেন, আমার বাবা এমন একজন মানুষ ছিলেন, যিনিকিনা হিন্দু ছিলেন। কিন্তু সমস্ত ধর্মকে সম্মান করতেন সমান ভাবে। তবে শুধু তাই নয়, সবাইকে নিয়ে চলার কথা বলতেন নেতাজি, এমনি মন্তব্য নেতাজি কন্যা অনিতা বসু পাফের।তবে আরএসএস এতে বিশ্বাস করে না বলেই তাঁর মত।

তবে নেতাজি কন্যা আশা ব্যক্ত করে এও বলছেন, যদি আরএস এস নেতাজি বিচারধারার উপর বিশ্বাস করতে শুরু করে দেয় তাহলে তা ভালো হবে ভারতের জন্যেই। তাঁর মতে, নেতাজি সবসময় বলতেন ধর্মনিরপেক্ষতার কথা। কিন্তু আরএসএসের পক্ষে তা মেনে চলা সম্ভব? অনিতা বসু পাফ প্রশ্ন তুলে দিয়েছেন এমনকি তা নিয়েও ।

এদিকে পিটিআইকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলছেন, আরএসএস যদি হিন্দু রাষ্ট্রবাদ বিচারধারাকে প্রচার করে তাহলে তা কখনোই হতে পারে না নেতাজির ভাবনা চিন্তা। আর সেজন্যে যদি নেতাজিকে ব্যবহার করা হয় তাহলে তা কখনই মেনে নেব না বলেও ব্যক্ত করেছেন অনিতা। তবে আরএসএস যে নেতাজির ১২৬ তম জন্মদিন পালন করছে এজন্যে তাঁদের আমি বিশেষ সম্মান করি। তবে এর থেকেও ভালো হবে যখন আরএসএস নেতাজির সিদ্ধান্তকে পালন করবে। সাক্ষাত্‍কারে এমনটাই জানিয়েছেন অনিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *