নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষে চরম অগ্নিগর্ভ পরিস্থিতি,সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হল তরুণ প্রজন্ম
নিজস্ব সংবাদদাতা: নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষে সৃষ্টি হল চরম অগ্নিগর্ভ পরিস্থিতি। এদিকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয় তরুণ প্রজন্ম। প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল এমনকি গোটা দেশ। এ অবস্থায় কাঠমান্ডু বিমানবন্দরে আটকে রয়েছেন অন্তত ৪০০ ভারতীয় নাগরিক। চারিদিকে অশান্তির আবহে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। এদিকে সূত্রের খবর, নেপালে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। ভারতীয় দের খাবার এবং জল পাঠানো হচ্ছে ক্রমাগত ভাবে, আবার নেপালের বর্তমান পরিস্থিতিতে কিভাবে ভারতীয় দের বের করে আনা যাবে সেটা নিয়ে চিন্তায় মগ্ন রয়েছে ভারত সরকার।
