নোটায় পড়েছে অধিকসংখ্যায় ভোট ,চরম উদ্বিগ্ন কোচবিহারের রাজনৈতিক মহল
বেস্ট কলকাতা নিউজ : নোটায় প্রায় ১৬ হাজার ভোট পড়েছে কোচবিহার জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে। নোটায় যে পরিমাণ ভোট পড়েছে ,তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল থেকে শুরু করে বিরোধী বিজেপি নেতৃত্ব। যদিও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য, নির্বাচনী ব্যবস্থায় নোটা বিকল্প হিসাবে থাকলেও ভোটারদের উচিত বেছে নেওয়া কোনও না কোনও রাজনৈতিক প্রার্থীকে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার সবমিলিয়ে নোটায় ভোট পড়েছে ১৫ হাজার ৯৯৬ টি। অন্যদিকে জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে যাঁরা ভোট দিয়েছেন তাদের মধ্যে নোটায় ভোট দিয়েছেন ১৪০ জন। কমিশন সূত্রে জানা গিয়েছে , ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যে সংখ্যক ভোট নোটায় পড়েছিল সে তুলনায় এবারে কিছুটা হলেও কম নোটায় পড়া ভোটের সংখ্যা। এই নিয়ে তৃণমূল যুব’র কোচবিহার জেলা সভাপতি তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক বলেন, ” আমি সমর্থন করি না নোটার ব্যবহার। যে কোনও প্রার্থীকে ভোট দেওয়া কর্তব্য এক জন ভোটারের।” বিজেপি জেলা সম্পাদক রাজু রায় বলেন, “এই নির্বাচনে যে পরিমান নোটায় ভোট পড়েছে, আমি চিন্তিত তা নিয়েও৷ “