বন্ধ ত্রিহানা চা বাগান চা শ্রমিকের সাথে কথা বললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ
শিলিগুড়ি: বন্ধ ত্রিহানা চা বাগান চা শ্রমিকের সাথে কথা বললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজ তিনি ত্রিহানা চা বাগানের শ্রমিকদের সাথে বসে তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন। শ্রমিকেরা তাদের দৈনিক মজুরী বাড়ানোর কথা জানান। বিধায়ক জানান তাদের সমস্যা তিনি বুঝতে পারছেন একটূ সময় দিলেই তাদের ব্যাপারটা তিনি জানাবেন কেন্দ্রীয় সরকারের কাছে। এদিন বিধায়ক জানান শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা অনেক দিন থেকেই চেয়ে আসছে। আর রাজ্য সরকার তাদের ঘুরিয়ে চলেছেন দিনের পর দিন। ন্যায্য দাবী করছেন বিধায়ক শঙ্কর ঘোষ দাবী করেন। তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ন্যায্য পাওনা দিতে পারছেন না অন্যদিকে বড় বড় কথা বলে চলেছেন। চা শ্রমিকদের আন্দোলন অনেক দিন থেকেই চলে আসছে। একেবারেই কোনঠাসা করে রেখেছেন মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের। চা শ্রমিকেরা জানান মুখ্যমন্ত্রী দিনের পর দিন তাদের আশা দিয়েও হতাশ করছেন তাদের তাই তারা এবারে আন্দোলন যাবার কথা চিন্তা করছেন। এদিন বিধায়ক তাদের হাতে সংসারের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস এবং নগদ টাকা তুলে দেন। তিনি চা শ্রমিকদের জানান প্রয়োজন হলে তিনি আবার আসবেন। এবং যতটা হোক সাহায্য করবেন।