পথকুকুরদের জন্য ধাপার থেকেও বড় ও অত্যাধুনিক নতুন ডগপাউন্ড গড়তে চলেছে কলকাতা পুরনিগম
বেস্ট কলকাতা নিউজ : দেশের সর্বোচ্চ আদালত পথকুকুরদের থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে । সেই নির্দেশের পরেই নড়েচড়ে বসল কলকাতা পুরনিগমের স্বাস্থ্য বিভাগ । পুরনিগম সিদ্ধান্ত নিয়েছে, শহরে ধাপা ডগপাউন্ড থেকে আরও অনেক বড় একটি অত্যাধুনিক ডগপাউন্ড তৈরি করবে । ফের বিভিন্ন এলাকায় শুরু করা হবে পথকুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ কর্মসূচি ।কলকাতা পুরনিগম সূত্রে খবর, কলকাতার প্রতিটি ওয়ার্ডের পথকুকুরদের টিকাকরণ করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে । ধাপা ডগপাউন্ডে নির্বীজকরণ, অসুস্থ কুকুরের চিকিৎসা করা ও টিকা দেওয়া হয় । কিন্তু তার বাইরে গিয়েই ওয়ার্ড ভিত্তিক টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে । লক্ষ্য হল, ওয়ার্ডের প্রতিটা পথকুকুরের টিকা প্রাপ্তি ।

এর জন্য প্রয়োজনে শিবিরের আয়োজন করা হবে । সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ সম্প্রতি পুরনিগমের স্বাস্থ্য বিভাগের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, স্কুল, কলেজ, হাসপাতাল, বাসস্ট্যান্ড থেকে রেল স্টেশন, এমন জায়গাগুলিতে আপাতত কোনওভাবেই পথকুকুর মুক্ত রাখা হবে না ।কয়েক বছর আগের কলকাতা পুরনিগমের তথ্য অনুসারে, শহরে পথকুকুরের সংখ্যা 84 হাজার । যদিও তৎপরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় পথকুকুররা সন্তান প্রসব করেছে ও তারা সময়ের সঙ্গেই বড় হয়ে উঠেছে । সেই অতিরিক্ত অঙ্কটা কম নয় । কমবেশি ১০ হাজার, যা যোগ করলে এখন শহরে পথকুকুরের সংখ্যা দাঁড়ায় ৯৪ হাজারেরও বেশি ।তবে এই বিপুল সংখ্যক পথকুকুরকে টিকা দেওয়া নির্বীজকরণ সবটা করে উঠতে পারেনি স্বাস্থ্য বিভাগ । আর তার অন্যতম কারণ, পর্যাপ্ত জায়গার অভাব ও লোকবলের অভাব।

