পয়লা বৈশাখের আগে সমস্ত হোর্ডিং লিখতে হবে বাংলায়, এমনি নির্দেশ জারি করলো শিলিগুড়ি পুরসভা
শিলিগুড়ি : পয়লা বৈশাখ আসছে, তাই নতুন করে সেজে উঠেছে পুরসভা। তাই এবারে পুরোসভার স্পষ্ট নির্দেশ এবার সমস্ত হোর্ডিং লিখতে হবে বাংলায়। এটা করতে হবে পয়লা বৈশাখের আগে। মেয়র গৌতম দেব জানান বাংলায় থেকে বাংলাকে সম্মান করতে হবে। আমরা বাঙালি, আর আমরা গর্বিত আমরা বাঙালি। বাংলা ভাষাকে সম্মান করতে হলে বাংলায় কথা বলা একান্তই প্রয়োজন। তাই আগামী পয়লা বৈশাখের আগে, পুরো সবার সমস্ত হোর্ডিংকে বাংলা ভাষায় লিখতে হবে বলে জানালেন মেয়র গৌতম দেব।

তিনি আরো জানান পুরসভা পরিচালিত তৃণমূল বোর্ড এর সিদ্ধান্ত এটা। আমাদের কাছে কিছু খবর এসে পৌঁছাচ্ছে , যে কিছু অ বাঙালি ব্যবসায়ী বাংলা ভাষায় বোর্ড লিখতে চায় না। এটা তো ঠিক কথা নয়। এ রাজ্যে থাকতে গেলে সবার প্রথমে দরকার বাংলা ভাষাকে সম্মান করা। বাংলা ভাষার মর্যাদা দেওয়া। বাঙালি আমরা , তাই আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে এ কাজটা করতে পারি বলে জানালেন মেয়র গৌতম দেব।