পরিদর্শনে এসে হুগলি ইমামবাড়ার ঐতিহ্যের প্রশংসায় পঞ্চমুখ হলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হুগলির ইমামবাড়া পরিদর্শনে এসে ঐতিহাসিক স্থাপত্য ও সংস্কৃতির প্রশংসা করলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার। তিনি হুগলি জেলা সদর চুঁচুড়ায় অবস্থিত প্রাচীন এই স্থাপত্য ঘুরে দেখেন। সেখানে থাকা অনন্য ভাস্কর্য, স্থাপত্যশৈলী এবং ভেতরে থাকা বিখ্যাত বেলজিয়ান ঝাড়বাতি দেখে মুগ্ধ হন হাইকমিশনার এনড্রিও আলেকজান্ডার ফ্লেমিং। ঘুরে দেখার পর ডেপুটি হাইকমিশনার হুগলিবাসীদের এই সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানান । তিনি এও বলেন , ‘এই স্থাপত্য শুধু হুগলির নয়, সমগ্র ভারতের গর্ব। এটি সমস্ত ভারতীয় এবং বিশ্বের প্রতিটি মানুষের দেখা উচিৎ।’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্লেমিং জানিয়েছেন, ‘আমি যখন হায়দ্রাবাদে ছিলাম, তখনই হুগলি ইমামবাড়ার খ্যাতির কথা শুনেছিলাম। এদিন এখানে এসে এর সৌন্দর্য ও ইতিহাস স্বচক্ষে দেখে অভিভূত হলাম।’

এদিন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের সঙ্গে পরিদর্শনে এসেছিলেন বিশেষ প্রতিনিধি দল। ইমামবাড়ার পাশাপাশি তিনি ব্যান্ডেল চার্চ পরিদর্শনের ইচ্ছাও প্রকাশ করেন। আশা করা হচ্ছে এদিনের ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের পরিদর্শন এবং ঐতিহ্যের ভুয়সী প্রশংসা হুগলির সংস্কৃতি এবং স্থাপত্যকে আন্তর্জাতিক স্তরে আগ্রহ সৃষ্টি করতে বিশেষ সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *