পরিবেশবান্ধব হতে চলেছে গঙ্গাসাগর মেলা, প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হবে গ্রামীণ রাস্তাও
বেস্ট কলকাতা নিউজ : গঙ্গাসাগর মেলাকে পরিবেশবান্ধব করতে উদ্যোগী হল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ৷ সাগর মেলায় যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক বর্জ্যকে প্রক্রিয়াকরণের মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য করা হচ্ছে ৷ মূলত, প্রক্রিয়াকরণের মাধ্যমে ‘শ্রেডেড প্লাস্টিক’ বা প্লাস্টিকের কুচি তৈরি করছে প্রশাসন ৷ যা দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গ্রামীণ এলাকায় রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হবে ৷উল্লেখ্য, সংক্রান্তিতে পুণ্যস্নানের জন্য প্রতিবছর লক্ষ-লক্ষ মানুষের সমাগম হয় সাগরতটে ৷ মেলা শেষের পর প্রতিবছর সাগরে বিশাল পরিমাণে আবর্জনার স্তূপ তৈরি হয় ৷ যার একটা বড় অংশ প্লাস্টিক ৷ পরিবেশের ভারসাম্য রক্ষায় এই প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে ৷

প্রশাসন সূত্রে জানা গেছে গঙ্গাসাগর মেলাকে পরিবেশবান্ধব করে তুলতে, সেই প্লাস্টিক বর্জ্য সংগ্রহের পর পৃথকীকরণ করা হবে ৷ এর জন্য বর্জ্য জমা করতে সাগরদ্বীপের তিনটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে ৷ সেগুলি হল- ৬ নম্বর বিচ, ১ এ বিচ ও সাগরের নতুন বাসস্ট্যান্ড ৷ সেখানে মূলত জমা হওয়া বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে প্লাস্টিক আলাদা করা হয় ৷ এরপর তা পাঠিয়ে দেওয়া হচ্ছে রুদ্রনগরের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বা পিডব্লিউএম ইউনিটে ৷ইউনিটে রাসায়নিক ও আধুনিক মেশিনের সাহায্যে ‘শ্রেডেড প্লাস্টিক’ বা প্লাস্টিকের কুচি তৈরি করা হচ্ছে ৷ প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এই শ্রেডেড প্লাস্টিক দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে গ্রামীণ রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হবে ৷ মূলত, বিটুমিন বা পিচের সঙ্গে এই শ্রেডেড প্লাস্টিক মিশিয়ে রাস্তা তৈরি করা হয় ৷ এদিকে প্লাস্টিক থাকায় রাস্তার জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সহজে তা রাস্তাকে ভাঙতে দেয় না ৷

