পর্যটক ক্রমশ টানছে দার্জিলিং আর মার খাচ্ছে ডুয়ার্স
নিজস্ব সংবাদদাতা : একসময় সিকিম এবং দার্জিলিং এর সাথে ডুয়ার্স পাল্লা দিত। কিন্তুু এখন একেবারেই ভাটা পড়ে গেছে ডুয়ার্স এর পর্যটন। পাহাড়ে যতদিন সমস্যা ছিল ততদিন ডুয়ার্স এগিয়ে গিয়েছিল শুধু তাই নয় অনেকটাই, এখন সেটা একেবারেই বন্ধ হয়ে গেছে সিকিম এবং ডুয়ার্সকে পিছনে ফেলে দিয়ে অনেকটাই এগিয়ে গেছে দার্জিলিং। এখন থৈ থৈ করছে দার্জিলিং এর হোটেল এবং টুরিষ্ট লজগুলো। জায়গা নেই কোথাও। এক হোটেল ব্যাবসায়ী জানিয়েছেন মার্চ পযর্ন্ত বুকিং হয়ে আছে দার্জিলিং এর হোটেলগুলিতে। যারা দুমাস আগে এসে ঘুরে গেছেন দার্জিলিং তারা যাবার সময় অনুরোধ করে যাচ্ছেন যাতে তাদের আবার থাকতে দেওয়া হয়।
দার্জিলিং এর একজন হোটেল ব্যাবসায়ী জানিয়েছেন কেউ যদি আমার হোটেল থেকে যাবার সময় অনুরোধ করে আবার বুকিং এর জন্য, আমরা তার অনুরোধ কিভাবে ফেলবো। তাদের তো অগ্রাধিকার দিতেই হবে। সিকিমের বিপর্যয় অনেকটাই এগিয়ে নিয়ে গেছে দার্জিলিংকে। আর ডুয়ার্স যেখানে একসময় ইয়োরোপ থেকে মানুষ আসতেন তারা এখন এজেন্ট ঠিক করছেন কিভাবে পর্যটকদের আকর্ষন করা যায়। ডুয়ার্স ঘোরা যায় তবে সেটা এক দিন কিংবা দুদিন হলেই চলবে। কিন্তুু দার্জিলিং সেখানে আসা একপ্রকার জলভাত হয়ে গেছে পর্যটকদের কাছে। ডুয়ার্সের খাবারের মান অনেকটাই খারাপ হয়ে গেছে। পর্যটকেরা জানিয়েছেন ভালো খাবার কেনা একপ্রকার মুষ্কিলই নয় অসম্ভবই বটে। সবমিলিয়ে ডুয়ার্স এর বাজার মার খাচ্ছে শুধুমাত্র কিছু ভুলের জন্য। তবে অনেকেই আশাবাদী আবার পর্যটকেরা আসবেন ডুয়ার্সের মাটিতে। তবে সেটা কবে আপাতত সময়ই জানিয়ে দেবে।