পর্যটন আবার ফিরে আসবে উত্তরবঙ্গে জানালেন উত্তরবঙ্গের ব্যাবসায়ী অয়ন মোদক
নিজস্ব সংবাদদাতা : পর্যটন আবার ফিরে আসবে উত্তরবঙ্গে জানালেন উত্তরবঙ্গের ব্যাবসায়ী অয়ন মোদক। তিনি জানালেন আমি অনেক ছোট থেকেই পর্যটন শিল্পের ব্যাপারে এগিয়ে গেছি এবং পড়াশোনা করেছি। আমি জানি উত্তরবঙ্গ পর্যটনের ঘাটি। উত্তরবঙ্গের মানুষ ঘুরতে ভালোবাসে। শুধুমাত্র তাই নয় উত্তরবঙ্গে এমন এমন জায়গা আছে যেটা শুধুমাত্র ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে নেই। দার্জিলিং শুধুমাত্র ভারতের নয় গোটা পৃথিবীর কাছে একটা অন্য ধরনের সৃষ্টি। সারা বিশ্বের মানুষ আসছেন এখানে ঘুরতে। আমি আমার ছোট অফিস থেকে শুধুমাত্র ভারত নয় ইয়োরোপের মানুষকে কাছে টেনে এনেছি। আমি আমার ছোট অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরে গেছি একটু ধৈর্য যদি আমরা ধরতে পারি তবে উত্তরবঙ্গ জুড়ে পর্যটন শিল্পের ভালো ব্যাবসা আসবে। শুধুমাত্র একটু সময় লাগবে।
উল্লেখ্য,করোনার পরে উত্তরবঙ্গ জুড়ে পর্যটনের ব্যাবসা একেবারেই নীচে নেমে গিয়েছিল। যেটা একেবারেই খারাপ দিক। উত্তরবঙ্গ জুড়ে। আবার কিছুটা হলেও এই ব্যাবসা ঘুরে এসেছে। শুধুমাত্র আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এই পর্যটন এর ব্যাবসাকে। অয়নের কথায় উত্তরবঙ্গের মানুষ সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন তাই এত ভালোভাবে পর্যটকেরা এসে ঘুরে যান। দার্জিলিং, সিকিম এবং ডুয়ার্স এর কথা সারা পৃথিবীর মানুষ জানেন। আমাদের এখানে সব জায়গাতেই থাকার ভালো ব্যাবস্থা আছে। যার যে ক্ষমতা সেভাবেই সবাই থাকতে ভালোবাসেন।অনেকেই আছেন কম দিনের জন্য আসেন আমাদের কাছে সেভাবেই খবর আসে এবং আমরা সেভাবেই ব্যাবস্থা করে দিই। AZ cabs and tours সেইভাবেই তৈরী থাকে। আমরা গত 5 বছর ধরে যেভাবে কাজ করেছি আগামীদিনে শিলিগুড়িতে ব্যাবসা ঘুরে দাড়াবেই বলে জানালেন আশাবাদী অয়ন। তিনি জানালেন এটা একেবারেই অন্য ধরনের ব্যাবসা এখানে যারা যারা যুক্ত থাকেন তাদের চিন্তা একেবারেই আলাদা। তাই আমারা চেষ্টা করি মানুষের কাছে পৌছাতে এবং তাদের যতটা পারা যায় আনন্দ দিতে। আমার AZcabs এবং tours সবাইকে নিয়ে পর্যটনের এক নতুন মাত্রা এনে দেবে এটাই আমি মনেপ্রানে বিশ্বাস করি বলে জানালেন অয়ন মোদক উত্তরবঙ্গের ব্যাবসার এক উদয়ীমান ভবিষ্যত। সিকিমেও চলে গেছে az cabs and tours এর পর্যটন এর বিস্তার। উত্তর সিকিমের বিভিন্ন এলাকা জুড়ে অয়ন মোদক এর পর্যটন সংস্থা স্থায়ী কাজ করে চলেছে দিনের পর দিন। অয়ন মোদক জানালেন সিকিমে আমাদের পর্যটকেরা বিভিন্ন এলাকায় ঘুরে এসেছেন। বর্তমানে সিকিমের পর্যটনের জায়গা খুব একটা ভালো জায়গাতে নেই। প্রাকৃতিক বিপর্যয়ের সাথে লড়াই করতে পারি না আমরা জানালেন অয়ন মোদক তবুও আমাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যদি কিছু করা যায়।