পলি জমে কার্যকারিতা হারাচ্ছে দেশের অধিকাংশ নদীবাঁধ, সম্প্রতি এক গবেষণায় উঠে এলো এমনি এক চাঞ্চল্যকর তথ্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চলতি মরশুমে উত্তর ভারতের একাধিক রাজ্য ভয়াবহ বন্যার সাক্ষী থেকেছে। তার অন্যতম কারন দেশের বড় বড় জলাধারগুলির ধারণক্ষমতা হ্রাস। যার জন্য দায়ী পলি। সম্প্রতি ভোপালের শিক্ষাপ্রতিষ্ঠান আইসারের এক গবেষণায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে, আগামী কয়েক দশকে ধারণ ক্ষমতার প্রায় ৫০ শতাংশই হারিয়ে ফেলবে দেশের অধিকাংশ বড় জলাধার। গবেষকদের দাবি, পূর্বমুখী নদীগুলোর অন্তত ১০টি ও পশ্চিমমুখী নদীগুলোর অন্তত ৭টি জলাধার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দেশের প্রায় ৩৭০টি বড় জলাধারের মধ্যে অর্ধেকেরও বেশি ২০৫০ সালের মধ্যে কার্যকারিতা হারাতে পারে। গবেষণায় উঠে এসেছে গোদাবরী ও নর্মদার মতো বড় নদীর জলাধারগুলোর কথাও। বিস্তীর্ণ অঞ্চলের কৃষি, শিল্প ও পানীয় জলের প্রধান উৎস এইসব জলাধার। অথচ দিনের পর দিন অতিরিক্ত পলিমাটি জমে সেগুলো কর্মক্ষমতা হারাচ্ছে। এর ফলে সেচ, বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই সমস্যা দেখা দিতে পারে। এদিকে বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ বাঁধ ১৯৩৯ থেকে ১৯৯১ সালের মধ্যে তৈরি হয়েছে। অর্থাৎ বেশ কিছু জলাধার ৮০ বছরেরও বেশি পুরনো। এমনকি দীর্ঘদিন সেগুলো ঠিকমতো পরিষ্কার করা হয়নি। অবিলম্বে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দেশের জল নিরাপত্তা বড় এক বিপদের মুখে পড়বে বলেই সতর্ক করে দিয়েছেন গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *