পশ্চিমবঙ্গে ‘বার্থ সার্টিফিকেট’বানাচ্ছে জঙ্গিরাও, ক্রমাগত বিপদ ডেকে আনছে অনলাইন প্রক্রিয়াই
বেস্ট কলকাতা নিউজ : বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। অনুপ্রবেশ নিয়ে চিন্তা বাড়ার সঙ্গেই জাল পাসপোর্টের রমরমা যে বাড়বে, সেই বিষয়ে নিশ্চিত কেন্দ্রীয় গোয়েন্দারা। আর এই জাল পাসপোর্ট তৈরির অন্যতম অস্ত্র হল জাল বার্থ সার্টিফিকেট। অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এই বার্থ সার্টিফিকেট এখন ইস্যু করা হয়। তবে আদৌ কি এই অনলাইন প্রক্রিয়া নিরাপদ? গোয়েন্দাদের মতে, জাল বার্থ সার্টিফিকেট তৈরির জন্য অনলাইন প্রক্রিয়াকে টার্গেট করছে সাইবার প্রতারকরা। জাল পাসপোর্ট তৈরির জন্য জাল বার্থ সার্টিফিকেট তৈরির উপর নজর প্রতারকদের।
অনুপ্রবেশকারী বা জঙ্গি গোষ্ঠীগুলি এই সাইবার প্রতারকদের কাজে লাগাচ্ছে অনলাইন প্রক্রিয়াকে হ্যাক করে জাল বার্থ সার্টিফিকেট তৈরির জন্য, এমনই তথ্য উঠে এসেছে খোদ বিএসএফ-এর কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে। শুধু জন্ম শংসাপত্র নয়, বাংলাদেশিরা পাসপোর্ট বানানোর জন্য ভুয়ো রেশন কার্ড, ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ডও বানিয়ে নিচ্ছেন, এমন অভিযোগও সামনে এসেছে। দেখা গিয়েছে, ভুয়ো ঠিকানা, সাজানো বাবার নাম ব্যবহার করে তৈরি করা হচ্ছে সব নথি। আর সেই সব নথি দিয়ে অনায়াসে তৈরি করে ফেলা যাচ্ছে পাসপোর্ট।